বেনাপোল কাস্টমস হাউজে এনএস ডাব্লিউ সম্পর্কে আলোচনা

বেনাপোল কাস্টমস হাউজে ন্যাশনাল সিংগল উইন্ডো (এন এস ডাব্লিউ) এর কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার সময় কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টস কমিশনার বেলাল হুসাইন চৌধুরী। এ সময় অনুষ্ঠানে অংশ নেয় বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা, স্থল বন্দর বেনাপোলের কর্মকর্তারা, আমদানি ও রফতানি কারন ব্যবসায়ীরা, সিএন্ড এফ ব্যবসায়ী, চেম্বার অব কমার্স এ্যাসোসিয়েশন, সোনালী ব্যাংক, ও অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতি বেলাল হুসাইন চৌধুরী এন এস ডাব্লিউ সম্পর্কে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনশীল বানিজ্যিক পরিবেশ, আন্তর্জাতিক বানিজ্য জাল-জালিয়াতি বৃদ্ধি ইত্যাদি কারনে কাস্টমসকে বহুমুখি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এসব ঝুকি ব্যবস্থাপনায় দেশে দেশে কাস্টমস প্রযুক্তি ও লজিষ্টিকস ভিত্তি সমাধানের পথ খোঁজা হচ্ছে। বাংলাদেশ কাস্টমসের কর্যক্রম আধুনিকায়নের জন্য বিগত কয়েক বছর ধরে ডিজিলাইটেশন যেমন, এসাইকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিংগেল উইন্ডো (এন এস ডাব্লিউ) ইত্যাদি বহুমুখি কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের রুপকল্প ২০২১ এবং ২০৪১ সালের আলোকে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধি দেশে পরিণত করতে এন এস ডাব্লিউর মত অন্যান্য কর্যক্রম গুরুত্বপুর্ন ভমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচানায় অংশ নেয় বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল হোসেন, ডেপুটি কমিশনার শামীমুর রহমান, সহকারী কমিশনার পারভেজ রেজা, উত্তম চাকমা, আঞ্জুমান আরা আক্তার, মুর্শিদা খাতুন বেনাপোল সিএন্ডএফ এর এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি শামসুর রহমান, সহ সভপতি খায়রুজ্জামান মধু, কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন,বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রাকিবুল হাসান, সীমান্ত ব্যাংক এর ম্যানেজার মোঃ আশরাফুল আলম, আল- আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক আবু সাইদ, মোঃ নাজমুল জাতীয় প্রজ্ক্টে কো- অর্ডিনেটর (এন এস ডাব্লিউ ) সৈয়দ আহম্মেদ রুবেল (এন এস ডাব্লিউ) প্রমুখ।