অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

mashrafe

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি। ফলে আগামীকাল শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি।

অধিনায়কত্ব ছাড়লেও অবসর নিচ্ছেন না মাশরাফি। দলের অংশ হয়ে থাকতে চান দেশের ইতিহাসের সেরা অধিনায়ক।

অবসর নিয়ে মাশরাফি বলেছেন, ‘একটা মানুষকে সিদ্ধান্ত নেয়ার জন্য অন্তত কিছুটা সময় দেয়া উচিত। ১৫ বছর ধরে এটা আমার জীবনের অংশ। আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমার যত অর্জন বা জীবনে যা কিছু করেছি, সব এ খেলা দিয়ে। আমার জীবনের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা।
ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইলে আমার সময় দরকার হতো।’

দলের ভালোর জন্যই দায়িত্ব ছেড়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘মাশরাফি, ‘আমরা মাঠে নামি বাংলাদেশের জন্য। এটা বড় দায়িত্ব। সবার আবেগ জড়িয়ে থাকে। এটা পারিবারিক কোনো ব্যাপার হলে সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকতো।’

মাশরাফি যে জিম্বাবুয়ে সিরিজের পর অধিনায়ক থাকছেন না, তা অবশ্য আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শিগগিরই বোর্ড সভায় নতুন অধিনায়ক কে হবে- এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।