বোলিংয়ে বাংলাদেশ, দলে নেই তামিম

বাংলাদেশের সামনে এক পারফেক্ট পূর্ণাঙ্গ সিরিজ শেষ করার সুযোগ। সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের হারিয়েছে বাংলাদেশ। এরপর মাশরাফির নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে টাইগাররা। মাহমুদুল্লাহর নেতৃত্বে দুই ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য ম্যাচটি দলে আসা নতুনদের পরীক্ষা করার ভালো এক সুযোগ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজ হারের শঙ্কা নেই। সিরিজের শেষ ম্যাচে তাই তামিম ইকবালকে বিশ্রাম নিয়ে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে নেওয়া হয়েছে নাঈম শেখকে। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ আছেন একাদশে।

বাংলাদেশ এ ম্যাচে চার পেসার নিয়ে নেমেছে। দলে আছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন সাইফউদ্দিন। দলে ঢুকেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। দলে নিয়মিত স্পিনার হিসেবে খেলছেন মাহেদি হাসান। এছাড়া আফিফ-মাহমুদুল্লাহরা আছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসাইন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাসি কামুনহুমাকে, ব্রেন্ডন টেইলর, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুমবামি, টিটোন্ডা মুতুমবজি, চার্ল মুম্বা, ক্রিস এমপফু, কার্লটন টিসুমা।