যশোরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

যশোরে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিববর্ষ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ।

এরপর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট, এসএম সুলতান ফাইন আর্ট কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। এরপর মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের লেখা নিয়ে বিদ্যালয়ের দেয়াল পত্রিকা ও মুজিব কর্নারের উদ্বোধন করেন তিনি।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল ম্যুরালের উদ্বোধন করেন। এরপর ম্যুরালে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে মুজিবশতবর্ষ উপলক্ষে একশ’ পাউন্ডের কেক কাটা হয়।
এসময় জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে কোরআন তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠান, মসজিদ, মন্দির গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল কারাগার, শিশু পরিবার ও এতিম খানায় মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

অপরদিকে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনামুল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। মুজিবর্ষ উপলক্ষে হাসপাতারের সিটি স্ক্যান, ইকো কার্ডিও মেশিনের উদ্বোধন করা হয়েছে। একই সময় বঙ্গবন্ধুর পুরাতন বিভিন্ন ধরণের ছবি প্রদর্শন করা হয়েছে। শিশুদের ওয়ার্ডে কেক কাটা হয়েছে এবং শিশুদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচিতে স্থানীয় সরকার ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার, সিভিল সার্জন আবু শাহিন, হাসপাতালের সহকারি পরিচালক হারুন অর রশিদ, আরএমও আরিফ আহম্মেদ, আরএমও আব্দুস সামাদ, সাবেক তত্ত্বাবধায়ক ডা, আবুল কালাম আজাদ, ডিএমএর সভাপতি কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক আবুল বাসারসহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক।