করোনা প্রতিরোধে বেনাপোলে আনছার সদস্যদের লিফলেট বিতরণ

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতঙ্কে যখন ভুগছে, তখন মানুষকে সচেতন ও প্রতিরোধ মুলক ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আনছার সদস্যরা।

মঙ্গলবার বেলা ১২ টার সময় বেনাপোল আনছার সদস্যরা বন্দা এলাকায় এ লিফলেট বিতরণ শুরু করে।

বেনাপোল আনছারের প্লাটুন কমান্ডার সাকিবুল হাসান বলেন, সারা বিশ্বে করোনা আতঙ্কে মানুষ ভুগছে। একদেশ থেকে অন্যদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। মানুষ যাতে এই আতঙ্ক এবং করোনা প্রতিরোধ সম্পর্কে বুঝতে পারে তার জন্য আমরা সচেতনতার জন্য এই লিফলেট বিতরণ করছি। সাথে সাথে মানুষকে সাহস ও যুগিয়েছি।