যশোর জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা চেয়ে হুমকি

যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের মোবাইল নাম্বারে গভীর রাতে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি নিরাপত্তার দাবি জানিয়ে সোমবার কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত করেছেন।

জানাগেছে, যশোর শহরের পুাতন কসবা ইসরাইল হোসেন চাকলাদারের ছেলে জেলা পরিষদরে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ব্যবহৃত মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার থেকে রোববার রাত পৌনে ২ টায় ফোন করে।

তিনি ফোন রিসিভ করলে তার কাছে চাঁদা দাবি করে দুস্কৃতিকারীরা। চাঁদা না দিলে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। হুমকির ফলে তিনি আশংকা প্রকাশ করেছেন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে যে কোন সময় চাঁদার জন্য বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি চরমভাবে নিরাপত্তাহীনতায় ভূগছে। ফলে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত করেছেন। পিকুলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।