‘ঢাকা থেকে গ্রামে গিয়েও মানতে হবে হোম কোয়ারেন্টাইন‌’

ঢাকাফেরত সবাইকে বিদেশফেরতদের মতো গ্রামেও হোম কোয়ারান্টিনে থাকার অনুরোধ করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বৃহস্পতিবার বিকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসসংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘হোম কোয়ারেন্টাইন থাকা যারা ঢাকার বাইরে গেছেন তাদের কাছ থেকে ভ্রমণের সময় অন্যদের সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে।’

ফ্লোরা বলেন, ‘অনুরোধ করবো যারা ঢাকার বাইরে গেছেন তারা বিদেশফেরতদের মতোই ঘরে থাকুন। যাতে আপনাদের মাধ্যমে কোনো সংক্রমণ না ছড়িয়ে পড়ে।’

আইইডিসিআর পরিচালক জানাপন, দেশে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।