যশোরে হ্যাপি ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ কমাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছে অসহায়, দুস্থ, খেটে খাওয়া দিনমজুর ও নিন্ম বিত্তের মানুষ।

গতকাল যশোর শহরের বেজপাড়ায় হ্যাপি ক্লাবের উদ্যোগে কর্মহীন ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি খাদ্য-দ্রব্য বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল্লাহ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম হোসেন, ক্রাড়ী সম্পাদক মোঃ ফারহান রাব্বি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবিদ হোসেন সজীব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আকাশ রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইসতিয়াক আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মিলন হোসেন, মোঃ রুবেল রেজা, মোঃ জাবেদ হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জ্যোতি, মোঃ সুমন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।