করোনায় ঘর বন্দি অসহায়-দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্র সামগ্রী বিতরণ করেছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যশোর বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সহযোগিতায় তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়। আজ বিকালে যশোর পৌর এলাকার ১, ৮ ও ৯ নং ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী দেন তিনি।
এসময় তার সাথে ছিলেন যশোর সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দন রিমন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন লিমন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন ও সাবান। প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ সারা দেশে করোনায় ঘর বন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে। যার কর্মসূচি আমি নিজে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সহযোগিতায় শুরু করলাম। এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। যত দিন করোনা থাকবে তত দিন সাধারণ মানুষের পাশে যুবলীগ থাকবে। একই সাথে তিনি যশোরের সকল যুবলীগের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তাবায়নের জন্য এগিয়ে আসার আহবান জানান।