যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে ৮৬ পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে রামকৃষ্ণপুর কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল থেকে কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে যান সংগঠনের সদস্যরা।
করোনা দুর্যোগে মানুষের সাহস যোগাতে উপহার নিয়ে বাড়ি বাড়ি যান সংগঠনটির সদস্যবৃন্দ। তারা সাধারণ মানুষকে ভয় নয় মনোবল বৃদ্ধি করে স্বাস্থবিধি মেনে সর্তক থাকার পরামর্শ দেন। রামকৃষ্ণপুর পূর্বপাড়া থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়। তারপর সদস্যরা গ্রামের চারটি পয়েন্ট থেকে ৮৬ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন।
গ্রামের তরুণ ও চাকরিজীবীদের আর্থিক সহযোগিতায় সংগঠনের আহবায়ক রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুলের নেতৃত্বে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্য উজ্জ্বল হোসেন, তানজির রহমান, মাসুম রেজা, মফিজুর রহমান, মারুফ হোসেন, আল-জুবায়ের, রাসেল রানা, রাজ কুমার, লিংকন হোসেন, ইয়াছিন হোসেন, শাহ আলম লাল্টু ও রাজু আহমেদ।