যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশে নরেন্দ্রপুর ইউনিয়নের অন্যতম নেতা মনিরুল ইসলাম হিমু’র প্রচেষ্টায় হাটবিলা ও রূপদিয়া গ্রামের ৫’শতাধিক লোকের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌচ্ছে দেন।
বর্তমান বিশ্ব সম্প্রতি করোনা ঝড়ে কাবু। এর বেত্যয় ঘটেনি বাংলাদেশের বেলাও। সর্ব জনাসাধারনের সকল উপার্যন পথ অঘোষীত লকডাউনের কবলে কাবু। একদিকে করোনা আক্রান্ত থেকে রেহায় পেতে সরকারি নির্দেশ মেনে ঘর বন্দি প্রত্যেকটা নাগরীক, অন্য দিকে খাদ্য সংঙ্কটের যাতাকলে মধ্যবিত্ত ও নিন্মধ্য বিত্তরা।
এমন অবস্থায় গত শুক্রবার রাতের আধারে যশোর সদর উপজেলার রূপদিয়া ও হাটবিলা গ্রামের ৫’শ পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন স্থানীয় আ’লীগ নেতা মনিরুল ইসলাম হিমু। তার সাথে ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল গণি মোল্লা, সাধারণ সম্পাদক পারভেজ আসাদ, আনিচুর রহমান, আলী আশরাফ, আব্দুল হালিম, আব্দুর সবুর, আলমগীর হোসেন সহ অনেকে।