যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী তার নিজস্ব অর্থায়নে বাঘারপাড়া উপজেলায় কর্মহীন ঘরবন্ধি ১৮’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার দোহাকুলা ইউনিয়নের কুঠিবাড়ী মাদরাসা মাঠে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এ কর্মসূচি শুরু করেন।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন, করিম হোসেন প্রমুখ।
এদিন বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ঋষি পল্লিসহ বিভিন্ন গ্রামে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, তেল, সাবান।
জানতে চাইলে জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, করোনা মোকাবেলায় ঘরে থাকতে গিয়ে খাদ্য সংকটে পড়েছে নিন্ম আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তবে পর্যায়ক্রমে উপজেলাজুড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।