যশোরে মদপানে যুবকের মৃত্যু

jessore map

যশোরে শরিফুদ্দিন মুন্না ওরফে মনি বাবু (৪৫) নামে এক যুবক অতিরিক্ত মদপানে মৃত্যুবরণ হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

সে যশোর শহরের গরীব শাহ মাজার এলাকার রাজ্জাক মাওলানা চিশতির ছেলে। বর্তমান ঘোপ নওয়াপাড়া রোডের ফিরোজের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের স্ত্রী হিরা খাতুন জানান, মঙ্গলবার রাতে মনিবাবু মদপান করে। বুধবার সকালে তার বমি হয়। অবস্থা খারাপ হওয়ায় বুধবার রাত ১১টায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় ইন্টার্ণ চিকিৎসক আজিজুল হাকিম তার মৃত্যু ঘোষণা করেন।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক( এসআই) মনিরুজ্জামান মদপানে মনি বাবুর মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন।