যশোরে পরিবহন শ্রমিকদের মাঝে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির পক্ষে উপহার সামগ্রি বিতরণ অব্যাহত।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ এসব উপহার সামগ্রি বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার সকালে শহরের মণিহার এলাকার নড়াইল বাসস্ট্যান্ডে এসব বিতরণ করেন। এদিন করোনায় ঘরে থাকা অসহায় কর্মহীন দিনমজুর ২০০ শ্রমিকদের মাঝে খাদ্যদ্রব্য সহায়তা তুলে দেন ছাত্রলীগের সাবেক এ নেতা।
এসময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ব্যাক্তিগত র্কমর্কতা সজীব কুশারী, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, শ্রমিক নেতা আলমগীর হোসেন লিটনসহ শ্রমিক নেতৃবৃন্দ।