সাংবাদিক কমরের মৃত্যু, শোক

দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার কমর আহমেদ আর নেই (ইন্না….রাজিউন)। তিনি শহরের বেজপাড়া মেইন রোডের মৃত আমির আলীর ছেলে ও বণিকবার্তা জেলা প্রতিনিধি আব্দুল কাদেরের ভাই।

বৃহস্পতিবার বিকালে যশোর জেনারেল হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দু’সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃতের ভাই সাংবাদিক আব্দুল কাদের জানান, দীর্ঘদিন তার ভাই কমর আহমেদ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হয়। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চার টায় মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ণ ডাক্তার সৌরভকুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর এবং জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক এই শোক প্রকাশ করেছেন।

আপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম মরহুমের রুহের মাগ্ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।

কমর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সহ সভাপতি সহ-সভাপতি মুর্শিদুল আজিম হিরু ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান যুগ্মসাধারণ সম্পাদক এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক ইখতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও সদস্য সাইফুর রহমান সাইফ তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। তারা বলেছেন, কমর আহমেদ এর মৃত্যুতে সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শোকের ছায়া নেমে আসে।