নওয়াপাড়ায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

যশোরের অভয়নগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৫০জন নিন্ম আয়ের পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলেদেন নওয়াপাড়া রেলওয়ে কবর স্থান কমিটি।

বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া রেলওয়ে কবর স্থানের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া রেলওয়ে কবর স্থান কমিটির সভাপতি নজরুল ইসলাম, সধারণ সম্পাদক আজিম শেখ, সহ-সভাপতিমাহাবুর মোড়ল, যুগ্ম-সম্পাদক বশির উদ্দীন, কোষাধ্যক্ষ ইবাদুল ইসলাম, সদস্য মেহেদী হাচান প্রমুখ।