ঘর বন্দি যশোরের যুবলীগের নেতাকর্মীদের পাশে পরশ ও নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রি বিতরণ।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনের উপজেলা আহবায়ক সেলিমুল হক সালাম এবং পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আলিমুল মৃধাসহ নের্তৃবৃন্দের কাছে এসব উপহার সামগ্রি তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রি তুলে দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজুসহ ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

এসময় আরিফুল ইসলাম রিয়াদ বলেন, করোনার কারণে দেশে আজ লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যুবলীগের নেতাকর্মীরাও এর বাইরে নয়। দরিদ্র অসহায় নেতাকর্মীদের কথা চিন্তা করে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সারা দেশের নেতাকর্মীদের পাশে এগিয়ে এসেছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। আমরা এ দু’নেতার আর্শিবাদ ও মঙ্গল কামনা করি।