যশোরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

jessore map

যশোরের কেশবপুরে স্বামী ও স্ত্রী দুইজনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১০টার তারা বাড়িতে আত্মহত্যা করেছে।

নিহতরা হলো, কেশবপুর উপজেলার ঘোপসেনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ঘরের আড়ার সাথে স্বামী ও স্ত্রী দুইজনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কি কারণে তারা আত্মহত্যা করেছে সে ব্যাপারে প্রাথমিক কিছুই জানা যায়নি।

কেশবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম দুইজনের আত্মহত্যার কথা স্বীকার করে বলেছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।