কেশবপুরে আরও একজন স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত

jessore map

যশোরের কেশবপুর উপজেলায় সোমবার নতুন করে সু্মন নামে আরও একজন স্বাস্থ্য সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, কেশবপুর হাসপাতালের একজন স্বাস্থ্য সহকারীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তার নমুনা নিয়ে গত ২৩ এপ্রিল পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বতমান ঐ স্বাস্থ্য সহকারীকে কেশবপুর হাসপাতালে আইসোলেশোনে রেখে চিকিৎসা চলছে।

অপর আক্রান্তরা হলো কেশবপুর হাসপাতালের সহকারী মেডিকেলে অফিসার সনজিৎ কুমার বিশ্বাস(৩২)। তিনি কিছুদিন পূর্বে অতিরিক্ত দায়িত্ব পালনে জেলার ঝিকোরগাছা হাসপাতালে ডিউটি পালন করে কয়েক দিন আগে কেশবপুর হাসপাতালে ফিরে আসেন। এরপর তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হলে তার নমুনা ২৩ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়, একই দিনে উপজেলার ধর্মপুর গ্রামের গৃহবধূ বকুল বেগম (৩০), স্বামী আয়ুব হোসেন, তার ৫বছরে কন্যা ভারতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় যশোর জেলার শার্শা উপজেলা হাসপাতালে আইসেলেশনে ছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে সর্দি -জ্বরে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষার জন্য পাঠালে ২৬ এপ্রিল করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে।