যশোরের বাঘারপাড়ায় সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা সদরের একটি হার্ডওয়ার ও কাপড়ের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, সরকারী নির্দেশনা না মেনে গোপনে ওই দুই ব্যবসায়ী দোকান খোলা রেখে বেচাকেনা করছিল। আদালত খবর পেয়ে উপজেলা সদরের মদিনা সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী হুমায়ুন কবিরকে দুই হাজার ও হার্ডওয়্যার ব্যবসায়ী শামীম হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত বলেন, সরকারী নির্দেশনা অবহেলা করায় হুমায়ুন ও শামীম নামে দুই ব্যবসায়ীকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান খুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে দোকান খুলে বেচাকেনা করছেন তাদের সতর্ক হওয়ার আহবান জানান তিনি।