বাঘারপাড়ায় আরো একজন করোনায় আক্রান্ত

যশোরের বাঘারপাড়ায় আরো একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।

আক্রান্ত ব্যক্তি উপজেলার মহিরণ এলাকার বাসিন্দা। তার বয়স ২৫ বছর। সে খুলনা বিএল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষার্থী।

এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন আক্রান্তের বাড়ি পরিদর্শন করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, গত ২১ মার্চ খুলনা থেকে ওই যুবক নিজ বাড়িতে আসেন। এরপর এক মাস তিনি বাড়িতে অবস্থান করছিলেন। গত ২৫ এপ্রিল সে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কর্তব্যরত চিকিৎসক করোনার উপসর্গ পাওয়ায় ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠায়। তার সাথে আরো চারজনের নমুনাও পাঠানো হয়। নমুনা পরীক্ষায় মঙ্গলবার তার ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও জানান, আক্রান্ত যুবক শারীরিকভাবে সুস্থ আছেন। তার চিকিৎসা বাড়িতেই দেওয়া হবে। তার পরিবারের সদস্যদের বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে। তাদের হোম-কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, আক্রান্ত যুবকের বাড়ি পরিদর্শন করে লকডাউন করা হয়েছে। দ্রুত তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এ উপজেলায় গত ২৬ এপ্রিল নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামের এক যুবকের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে এ উপজেলায় দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।