চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির যশোরের দুই সদস্য স্বাভাবিক জীবনে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আর্থিকভাবে সাহায্য প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাদের দু’জনের হাতে একলাখ টাকার চেক তুলে দেন যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়।
এরা হলেন অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কালিশাকুল গ্রামের নরেন্দ্রনাথ ফকিরেরর ছেলে রাধাকান্ত ফকির ও মৃত পুলিন বিশ্বাসের ছেলে মান্দার বিশ্বাস।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় যশোর সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন চরমপন্থী দলের ৩০৪ জন সদস্য আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে সময় সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের সার্বিক সহযোগিতা ও জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়। ওই ৩০৪ জনের মধ্যে যশোরের দুইজন ছিলেন।