যশোরে গাছ থেকে পড়ে নও মুসলিমের মৃত্যু

jessore map

যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় নারকেল গাছ থেকে পড়ে একজন নও মুসলিমের মৃত্যু হয়েছে। নিহত নও মুসলিম মামুন রফে পলাশ বিশ্বাস শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ার বিমল চক্রবর্তীর ছেলে। বর্তমানে তার স্ত্রীসহ খড়কী শাহ আব্দুল করিম সড়কে বসবাস করতো।

স্ত্রী তাসলিমা খাতুন জানান, সার্কিট হাউজের সামনে মিঠুর স্ত্রী তার স্বামী মামুনকে গাছ থেকে নারকেল পাড়ার জন্য নিয়ে যায়। দুপুর ১২টার দিকে সে গাছ থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) জিয়াউর রহমান গাছ থেকে পড়ে মামুনের মৃত্যু হয়েছে বলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন।