যশোরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটে দিল স্বেচ্ছাসেবক দল

যশোর সদরে বলরামপুর গ্রামে দরিদ্র কৃষক শাহাজান মিয়ার ১ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাটে দিল যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বর্তমান করোনা সংকটের সময় ধান কাটা নিয়ে দরিদ্র কৃষক যখন চিন্তিত তখন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষনা দেন যশোর সদরে কৃষকের ধান কাটতে স্বেচ্ছাশ্রম দিতে চাই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ঘোষনা মোতাবেক আজ বৃহস্পতিবার সকালে নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে দরিদ্র কৃষক শাহাজান মিয়ার ১ বিঘা জমির ধান কেটে সহযোগীতা করলো যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ধান কাটা শেষে কৃষক শাহাজান মিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকাল ১১ থেকে বেলা আড়াইটা পর্যন্ত ধান কাঁটা কর্মসূচীতে অংশ নেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সহসভাপতি মাহামুদ হাসান চুন্নু, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি, সাহিত্য সম্পাদক জিএম সামাদ, প্রশিক্ষন সম্পাদক খন্দকার রাসেল, সদস্য শফিয়ার রহমান, হাবিবুল্লা, আল-আমিন প্রমুখ।