যশোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে অস্বচ্ছল নেতাকর্মী ও নিম্ন-আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর জেলা যুবদল।
যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোরের বিভিন্ন এলাকায় অস্বচ্ছল নেতাকর্মী ও নিম্ন-আয়ের মানুষের মাঝে যশোর জেলা যুবদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বাবু, সাধারণ সম্পাদক নওশের আলী, বিএনপি নেতা খন্দকার আজিজুল হক শিশির, নুরুজ্জামান চঞ্চল, আবুল কাশেম কালু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, শেখ রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আত্তাবুল আলম পরাগ, যুবদলের প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি, কামাল হোসেন বাবু, ইমরান হোসেন, হাফিজুর রহমান ও রয়েল হোসেন প্রমুখ।