যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড মাহমুুদুর রহমান স্কুলের পাশে পারভেজ (২২) এক যুবক ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
পারভেজের পিতা সদর উপজেলার বাহাদুরপুর হঠাৎপাড়ার তোতা বিশ্বাস ৫ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৪/৫ জনের নামে কোতয়ালি থানায় মামলা করেন।
আসামিরা হলো- ঘোপ বৌ বাজার চাতালের পাশে আকর আলীর ছেলে ইমরুল (২০), কাজীপাড়ার আনিচের ছেলে হানিফ (২১), রেলগেট হোটেল শাহরিয়ারের পেছনের লিয়াকত আলীর ছেলে শানু (২১), পাগলাদাহ গ্রামের ইরান (২২) এবং ঘোপ নওয়াপাড়া নদীর পাড়ে সুইজ কোম্পানির পাশের আহাদ আলীর ছেলে রকি (২০)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পারভেজ ঘোপ বৌ বাজার এলাকায় তার নানার বাড়িতে থাকে। পারভেজের সাথে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আসামি রকি মোবাইল ফোনে পারভেজকে ডেকে মাহমুদুর রহমান স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে গেলে আসামিরা পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম করে। এছাড়া লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। পরে আসামিরা চলে গেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।