মহামারী করোনাকালেও মানব সেবায় পিছিয়ে নেই ‘সৃষ্টি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এই দুর্যোগে দীর্ঘদিন ধরে কর্মহীন ঘরবন্দি অভাবী, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সৃষ্টি। যশোর শহরে ইতিমধ্যে ২৬০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে এ সেবামূলক সংগঠনটি। বিভিন্ন শ্রেণি-পেশাজীবী মানুষের অনুদানে প্রতি শুক্রবারে সৃষ্টি’র সদস্যরা খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
সৃষ্টি’র সদস্য ও বিএমএ যশোর শাখার দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্তজা বলেন, জাগুক মনুষত্ব, জয় হোক মানবতার- এ শ্লোগানে এগিয়ে যাচ্ছে ’সৃষ্টি’। এটি একটি সেচ্ছাসেবী সংগঠন। যশোর জেলার ২০০৩ সালের এসএসসি ও ২০০৫ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় সৃষ্টি’র পথচলা। সংগঠনটি সব সময় মানব সেবায় কাজ করে। করোনাকালেও আমরা পিছিয়ে নেই।
তিনি আরও জানান, দেশের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের জন্য কিছু করতে পেরে সত্যিই আমরা গর্বিত। সরকারের পাশাপাশি সবাই যার যার অবস্থান থেকে যদি এ সকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তবে অচিরেই এ দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাব। বর্তমানে এটি সকলের সংগঠন হতে চলেছে। সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসায় আগামী দিনগুলোতেও এভাবে যশোরসহ সারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে এ সংগঠনটি।
শুক্রবার (৮মে) খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, ডা. সৈকত, ইমরান, মোজাম্মেল, জনি, সাহাব, আশিক, আতিক, ফিরোজসহ অনেকে।