গুলিস্তান ও ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা সংক্রমণ বৃদ্ধির উদ্ভূত পরিস্থিতিতে গুলিস্তান ও ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। যদিও করোনা আতঙ্কে গত ২৩ মার্চ থেকে বন্ধ রয়েছে এসব মার্কেট।

মার্কেটগুলো হল- বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, গুলিস্তান পুরান বাজার ও বঙ্গ ইসলামী সুপার মার্কেট।

মার্কেটগুলোতে জুতা, কাপড় পাইকারি বিক্রি হয়ে থাকে। সারা দেশ থেকে খুচরা ব্যবসায়ীরা এই মার্কেটগুলোতে এসে কেনাকাটা করেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ১০ মে থেকে দেশের সব মার্কেট খোলা রাখার অনুমতি দিলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওইসব পাইকারি মার্কেটগুলো বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।