করোনা দূর্যোগের শুরু থেকেই অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে যশোরের সামাজিক সংগঠন ‘হ্যাপি ক্লাব’। কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে অসহায়দের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। করোনা কালে নানা কর্মসূচিতে ইতোমধ্যে তারা শহরবাসীর হৃদয় কেড়েছে। রমজানে রোজাদারদের নিয়ে মহৎ কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার আসলেই তারা স্বদলবলে রাস্তায় নেমে আসছেন। রোজাদারদের হাতে তুলে দিচ্ছেন ইফতারী প্যাকেট। সংগঠনের সাধারণ সদস্য থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলির সদস্যরাও অংশ নিচ্ছেন মহৎ এ কর্মসূচিতে।
তারই অংশ হিসেবে গতকাল শুক্রবার সংগঠনটি যশোর শহরের রেলগেট, ষষ্ঠীতলা, জিরো পয়েন্ট, শংকরপুর চাতাল মোড়, চার খাম্বার মোড়, কাজীপাড়া, পালবাড়ী, বকচর, ঝুমঝুমপুর বিসিক এলাকা সহ বিভিন্ন স্থানে ৫শ’ ইফতারী প্যাকেট বিতরণ করেন।
কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা নাজমুল হোসেন বাবুল, কামরুজ্জামান বাপ্পি, সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সোহান রহমান সহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যরাও অংশ নেন।