অসহায়দের মাঝে খাবার পৌঁছে দিচ্ছেন আলোকিত যশোর

নভেল করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন থমকে আছে। এতে বাংলাদেশও বাদ পড়েনি। গত ২৬ মার্চ থেকে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। এমন পরিস্থিতিতে কর্মহীন মানুষগুলো আছে সংকটে। এই কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন আলোকিত যশোর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলোকিত পাবলিক গ্রুপ’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপের মাধ্যমে যশোর শহরের বিভিন্ন জায়গায় আসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।
এছাড়া আর এন রোড এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে খাবার। এছাড়াও বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে খাবারের সন্ধানে বের হওয়া মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

এসব বিষয়ে আলোকিত যশোরের রাইসুল ইসলাম বলেন, দেশের সংকটকালে আমরা আলোকিত পরিবার মানুষের পাশে থাকতে চাই। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা থেকে শুরু করে আজ অবধি নিজ উদ্যোগে অসহায় মানুষকে ১ বেলার খাবার দিয়ে আসছি। আজ আমরা ৪০০ জন মানুষকে খাবার বিতরণ করেছি। যতদিন সংকট না কাটে ততদিন আলোকিত যশোর থাকবে অসহায় মানুষের পাছে।

তিনি বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের সহায়তা করুন।