যশোরে প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

যশোরে প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ সদস্যরা। শনিবার সকালে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে সদর উপজেলার হামিদপুর ঘোষপাড়া মাঠে কৃষক ওহাব আলীর ধান কাটার মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন ছাত্রলীগ।

সারা দেশে শ্রমিক সংকটের এ সময়ে বিনা পয়সায় ধান কাটতে পেরে খুশি হয়েছে চাষী ওহাব আলী। সদর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সকাল থেকে ওই কৃষকের ৬বিঘা জমির ধান কেটে দেন।

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, জেলার ২২টি ইউনিটের সদস্যরা কৃষকের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে দিচ্ছে। আজ ৬বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে। কৃষকের ধান ঘরে না ওঠা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই ছাত্রলীগ তাদের পাশে সহযোগিতার জন্য থাকবে। কৃষকের ধান ঘরে তুলতে আমরা দ্রুত সময়ের মধ্যে ধান কাটা মেশিন ভাড়া করে নিয়ে প্রতিদিনই কোন না কোন কৃষকের ধান কেটে দেওয়ার অভিব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, শহর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক এসএম জাবেদ উদ্দিন, মোমেল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।