যবিপ্রবির ল্যাবে আরো ৬ করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় তিন জেলায় নতুন করে আরো ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৬৫ টি নমুনা পরীক্ষা করে ৬টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তবে যশোরে কেউ আক্রান্ত হননি।

সোমবার সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৬ দিনে ১৫৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, তিন জেলার ৬৫টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাগুরার ৩০টি নমুনা পরীক্ষা করে দুইজন, ঝিনাইদহে ১৮টি নমুনা পরীক্ষা করে দুইজন এবং চুয়াডাঙ্গার ১২টি নমুনা পরীক্ষা করে দুইজন, নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যশোরের ৫টি নমুনার সবগুলো নেগেটিভ এসেছে।