যশোরে ছুরিকাঘাতে কথিত পুলিশের সোর্স জখম

jessore map

যশোর শহরতলীর বিরামপুরে মাদক কারবারিদের দু’গ্রুপের সংঘর্ষে বাবু ওরফে ব্লাক বাবু (২০) নামে এক পুলিশের কথিত সোর্স জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার নুর হোসেনের ছেলে।

সূত্র জানায়, বিরামপুর গ্রামে বাবু কথিত পুলিশের সোর্স ও চিহ্নিত মাদক কারবারি। রোববার রাতে অপর একটি মাদক কারবারি চক্রের সদস্য সাজু, খায়ের, আয়ুব আলী, মোদাচ্ছেরসহ সাত-আট জন ইটের খোলা নামকস্থানে বসে মাদক সেবক করছিলো। রাত ৮টায় বাবু পুলিশ দিয়ে তাদের ধাওয়া করে। এ সময় সাজু গং মাদক স্পট থেকে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে রাত ৯টার দিকে সাজুর নেতৃত্বে খায়ের, আয়ুব আলী, মোদাচ্ছেরসহ সাত-আট জন বাবুর উপর হামলাকরে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অপর একটি সূত্র জানায়, ব্লাক বাবুর কাছ থেকে মাদক কিনে সেবন না করায় পুলিশ দিয়ে সাজু গংকে ধাওয়া করা হয়েছে। তার প্রতিশোধ নিতেই সাজু গংয়ের ছুরিকাঘাতে আহত হয়েছে বাবু।