যশোরের চৌগাছার পুড়াপাড়া বাজারে একটি চাতালের পানির হাউজে পড়ে জান্নাতী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পুড়াপাড়া বাজারের পোল্ট্রি ফিড ব্যাবসায়ী ও বাজারের পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের জনি হোসেনের মেয়ে।
বুধবার বেলা ১১ টার দিকে পুড়াপাড়া কাঠগড়া কলেজের পাশের সেলিমের চাতালের একটি পানির হাউজে ডুবে তার মৃত্যু হয়।
মেয়েটির পিতা জনি হোসেনের উদ্ধৃতি দিয়ে পিতার বন্ধু মোঃ রমজান বলেন, বুধবার সকালে বাচ্চাটির দাদি পুড়াপাড়া বাজারে যান, আর মা ঘরের মধ্যে ছিলেন। এর কোন এক সময় বাচ্চাটি হাটতে হাটতে বেরিয়ে পড়ে। এরপর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের সেলিমের চাতালের একটি পানির হাউজ থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, চাতালটির হাউজে ওই পরিবারের সদস্যরা মাঝে মধ্যে গোসল করতেন। শিশুটি হয়ত দাদিকে খুঁজতে খুঁজতে কোন ভাবে সেখানে গিয়ে থাকতে পারে।
স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।