শার্শায় দুটি মেছবাঘের বাচ্চা উদ্ধার

যশোরের শার্শার সীমান্তে সাদিপুর গ্রামে ধান ক্ষেত থেকে দুটি মেছবাঘের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।

বুধবার (১৩মে) সকাল সাড়ে ১১ টার সময় কৃষকরা ধান কাটার সময় ধানের ভেতর থেকে বাঘ দেখতে পেয়ে আশে পাশের লোক জন এসে বাঘ দুটি জীবিত উদ্ধার করে। সকালে বাঘ দুটি একই গ্রামের মিজাকের বাড়িতে রাখা হয়।

বেনাপোল পোর্ট থানা ইনচার্জ মামুন খান জানান, খবর পেয়ে ঘটোনাস্থলে বাঘদুটি দেখে, বন বিভাগে খবর দেয়া হয়েছে।