দাপট দেখিয়ে যশোর সদর উপজেলার পদ্মবিলায় গো-খামার ও চাতাল মিলের দূষিত বর্জ্য ইচ্ছাকৃত ভাবে ফেলে জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম নামের এক চাতাল মিল ও গো-খামার ব্যবসায়ীর বিরুদ্ধে।
প্রচন্ড দূর্গন্ধযুক্ত দূষিত এসব বর্জ্য গায়ের জোরে পার্শবর্তী অন্যের জমিতে ফেলে চলমান ফসলের যেমন ক্ষতি করছে, ঠিক তেমনি ভাবে বাতাশে মিশে অসহনীয় পঁচাদূর্গন্ধ ছড়িয়ে বসবাসের অনুপযোগী করে তুলেছে পদ্মবিলার ঘন-বসতিপূর্ণ এই এলাকাটিতে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগে পদ্মবিলা গ্রামের মৃত- হাজী রহিম বকস্ সরদারের ছেলে মো: আব্দুস ছাত্তার সরদার লিখিত অভিযোগে উল্লেখ করেছে, তার বসতভিটা ও ফসলি জমির পাশে একই এলাকার লিয়াকত আলীর ছেলে মো: নুরুল ইসলাম ধানের চাতালের হাউজ ও একই সাথে একটি গো-খামার গড়ে তুলেছেন। দির্ঘদিন ধরে গোমূত্র ও চাতাল হাউজের ধান ভেজানো পঁচাদূর্গন্ধ যুক্ত পানি ও বিভিন্ন ধরনের গলীয় বর্জ্য জোরপূর্বক প্রতিনিয়ত আমার ফসলের জমিতে ফেলে চলমান ফসলের প্রচুর ক্ষতি করছে। বারংবার অনুরোধ করা শর্তেও কোনো কর্ণপাত না করে এহেন কর্মকান্ড অব্যহত রেখেছে দাপটের সাথে। তাই অভিযোগে উল্লেখিত ব্যক্তির ক্ষতিকর কার্যকলাপের কবল থেকে পরিত্রাণ চেয়ে গত- ১১ মে যশোর সদর উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেও এখনো কার্যত কোনো প্রতিকার পাইনি ভুক্তভুগী পরিবারেরা। এবস্থায় যথাযথ পদক্ষেপ গ্রহনে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।