২৯৯ বাংলাদেশি ফিরলেন কুয়েত থেকে

shahajalal international airport
ফাইল ছবি

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কুয়েতে আটকেপড়া প্রায় তিনশ’ শ্রমিক বাংলাদেশে ফিরেছেন।

বুধবার সন্ধ্যায় দুটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামুরুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাজিরা এয়ারে ১১৯ জন ও সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়েত এয়ারে ১৮০ জন কুয়েত থেকে ঢাকায় আসেন।

করোনাভাইরাসের প্রাদর্ভাবের কারণে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠাতে ১ এপ্রিল সাধারণ ক্ষমা ঘোষণা করে কুয়েত সরকার। নানা কারণে অবৈধ হয়ে পড়া প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশি কর্মী এই সুযোগ নিচ্ছেন। তারা দেশে ফিরছেন।