যবিপ্রবির ল্যাবে আরো ১০ করোনা রোগী শনাক্ত, যশোরের ২ জন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় নতুন করে আরো ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩টি নমুনা পরীক্ষা করে ১০টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে যশোরে ২ জন ও চুয়াডাঙ্গার ৮জনের করোনা পজেটিভ বলে শনাক্র হয়েছে।

আজ রবিবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

জানা যায়, শনিবারের যবিপ্রবির ল্যাবে যশোরের ৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের পজিটিভ এবং ২৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।