যশোরে শিশুসহ ৪জন নতুন করোনা শনাক্ত

coronavirus jessore map

যশোরে গত দুইদিনে ৯ বছরের শিশুসহ ৪জন নতুন করোনা শনাক্ত হয়েছে। চারজনের মধ্যে দুইজন শার্শা, একজন যশোর সদর উপজেলায় এবং একজন অভয়নগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, ২৬ মে করোনার ১৫টি নমুনা পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৪টি নেগেটিভ এবং ১টি পজিটিভ রিপোর্ট আসে। শনাক্ত হওয়ায় ব্যক্তির বাড়ি শার্শা উপজেলায়। ২৭ মে ৮১টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩জনের পজিটিভ এসেছে। তিনজনের মধ্যে অভয়নগরে একটি শিশু রয়েছে। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে একজন যশোর সদর উপজেলায় এবং একজন শার্শা উপজেলার বাসিন্দা।

যশোরে মোট ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন জানান।