দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন রয়েছেন। এছাড়া এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতদের বিভাগভিত্তিক তথ্য প্রকাশ করে তিনি জানান, দেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে নয়জন, সিলেট বিভাগে দুজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
তিনি বলেন, যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২২ জন, বাড়িতে মারা গেছেন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।