যশোরে পুলিশ পরিচয়ে অটো রিকশায় চাঁদাদাবি, প্রতারক গ্রেফতার

লক ডাউনের সুযোগে এক প্রতারক নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তির ব্যাটারী চালিত রিকশা আটক পূর্বক ৫শ’ টাকা দাবি করে ১শ’ টাকা নেওয়ার পর স্থানীয় লোকজন জানতে পেরে ধরে ফেলেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে।

আটক প্রতারক যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মৃত সাত্তার ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ আল মাসুম। এ ঘটনায় রিকশা চালক বাদি হয়ে উক্ত প্রতারকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

যশোর সদর উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে শুকুর আলী বাদি হয়ে বুধবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি ব্যাটারী চালিত অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় নাজির শংকরপুর বাস টার্মিনালের সামনে অবস্থান কালে হঠাৎ আব্দুল্লা আল-মাসুম এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে লক ডাউনের মধ্যে রিকশা চালানোর অভিযোগ তুলে রিকশাটি ধরে ফেলে। পরে তার কাছে ৫শ’ টাকা দাবি করে। রিকশা চালক ১শ’ টাকা দিয়ে ছেড়ে দেওয়ার প্রাক্কালে স্থানীয় লোকজন দেখে ফেলে আব্দুল্লাহ আল মাসুমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।