যশোরের মুড়লির একটি বাড়ির ইট-বালি, জানালা ও দরজা চুরি

যশোরের মুড়লি মোড় খা পাড়ার একটি বাড়ির ঘর ভেঙ্গে ইট, দরজা, জানালা চুরি করে নিয়েছে ওই এলাকার চোর মা-ছেলে। এ ঘটনায় বাড়ির মালিক আলাউদ্দিন মুন্সি যশোর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগে আলাউদ্দিন মুন্সি বলেছেন, সদর উপজেলার রামনগর মুড়লি খা পাড়ার শেখ আহাদ আলমের কাছ থেকে ৩ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে তার বাড়ি ও ঘর ছিল। এছাড়া প্রাচীর নির্মাণের জন্য দুই হাজার ইট ছিল। বাড়িতে ঘর বানানোর জন্য বালি, টিন, দরজা ও জানালা সংরক্ষণ করা ছিল। কিন্তু করোনার কারণে শ্রমিক না পাওয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ ছিল। এই সুযোগে ওই এলাকার চোর ফিরোজা খা ও তার ছেলে সাদ্দাম হোসেন ওই সব মালামাল চুরি করেছে। চোরাই মালামাল এখনও তাদের বাড়িতে রয়েছে।

তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।