যশোর শহরর পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ ৭২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷ সোমবার ভোর সাড়ে ছয় টার দিকে ভেকুটিয়া জামতলা চার রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়৷
আটক আসামীরা হলো শহরের বেজপাড়া এলাকার মত অমর কুমারের ছেল অমিত কুমার(২৭) এবং পোষ্ট অফিস পাড়ার কালাম উদ্দিনের ছেলে রাহাত মাহমুদ (৩১)।
ফাঁড়ির ইনচার্জ ইনেসপেক্টার মিলন মন্ডল জানান, ফাঁড়ি পুলিশের এস আই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ছয় টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়ানের ভেকুটিয়া জামতলা চার রাস্তার মোড়ে আজাদ মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে৷ তাদের দেহ তল্লাশী করে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি করে মাদক মামলা আছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে৷