যশোর কমিউনিটি সেন্টার মালিক সমিতির কমিটি গঠন হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন চাই পাই কমিউনিটি সেন্টারের মালিক হাবিবুর রহমান রুবেল।
সোমবার দুপুরে মুজিব সড়কে অবস্থিত চাই পাই কমিউনিটি সেন্টারে পাঁচ সদস্যের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অনান্য সদস্যদের মধ্যে ছিলেন বধূয়া কমিউনিটি সেন্টারের জনি, বিসমিল্লাহ কমিউনিটির উল্লাস, মণিহার কমিউনিটির ফারুক, চৌধুরী কমিউনিটির ডাবলু প্রমুখ।