যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রানা করোনা আক্রান্ত, দোয়া প্রার্থনা

ansarul haq rana

যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার যবিপ্রবি জিনোম সেন্টার থেকে আসা ফলফলে তার নমুনায় পজেটিভ এসেছে। তবে তিনি সুস্থ্য আছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে তিনি নিজে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার তিনি জ্বরে আক্রান্ত হন। পরে শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। এরপর শনিবার তিনি করোনা পরীক্ষা করেন। সোমবার সকালে তাকে জানানো হয় তিনি পজেটিভ।

তিনি আরো জানানা, তার শরীরে তাপমাত্রা এখন স্বাভাবিক রয়েছে। সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন।একই সাথে সবাইকে সাবধানে থাকার আহবান জানিয়েছেন।

এদিকে, আনসারুল হক রানার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা যুবদলের সভাপতি এম.তমাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।