বেনাপোল সীমান্তে বিএসএফ’র নির্যাতনের শিকার যুবককে উদ্ধার

benapole jessore map

বেনাপোল পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে বাংলাদেশী এক আহত যুবককে উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে বিএসএফ কর্তৃক নির্যাতনের শিকার রাজু নামে ওই যুবককে উদ্ধার করা হয়। আহত যুবক শার্শা থানার গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজিবি সুত্র জানায়, পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে তার উপর নির্যাতন করে ইছামতি নদীর তীরে ফেলে রেখে যায়। এরপর গ্রামবাসির খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে থেকে রাজু নামে এক আহত যুবককে উদ্ধার করা হয়। এরপর আহত যুবককে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য বিএসএফ তাকে নির্যাতন করে। উদ্ধারকৃত যুবকের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।