করোনায় আক্রান্ত হয়ে যশোরের সাংবাদিকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের অভয়নগর উপজেলার বেলাল হোসেন (৫৩) নামে সাংবাদিক ঢাকায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন তিনজন। তিনি যশোর থেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন।

মৃত বেলাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে এবং নওয়াপাড়া থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।

মৃত বেলাল হোসেনের বড় ভাই সাংবাদিক আসলাম হোসেন বলেন, ছোট ভাই বেলাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলো। গত ১৮ জুন শরীরে করোনা পজিটিভ হয়। ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রোববার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে করোনা ইউনিটের আইসিইউতে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় বেলাল।

এর আগে গত ২৮ এপ্রিল যশোরের সন্তান সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।