যশোরের কেশবপুরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

jessore map

যশোরের কেশবপুরের দোরমুটিয়া গ্রামে ছোট ভাই মোকছেদ আলী মোড়লের (৪০) বাঁশের আঘাতে বড় ভাই কাওছার আলী মোড়ল (৬৬) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত তালেবুল্লাহর ছেলে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই কাওছার আলী মোড়লের সাথে ছোট ভাই মোকছেদ আলী মোড়ল, সুইট ও শেফালি বেগমের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মোকছেদ আলী মোড়ল বাঁশ দিয়ে বড় ভাই কাওছার আলী মোড়লের মাথায় আঘাত করলে তিনি রক্তাত্ত জখম হন। তাকে গুরুত্বর আহতাবস্থায় সকালে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

কেশবপুর থানার ওসি উদ্দিন জানান, বড় ভাই কাওছার আলী মোড়লে মেয়েদের সাথে জমিজমা নিয়ে ছোট ভাই মোকছেদ আলী মোড়লের ছেলেদের কতাকাটকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এঘটনা দেখে কাওছার আলী মোড়ল সহ্য করতে না পেরে হার্ট এ্যাটাক করেন।

ওসি আরো জানান, কাওছার আলী মোড়ল হার্টের রোগী। তিনি আগেও একবার হার্ট এ্যাটাক করেছিলেন। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, কাওছার হত্যাকান্ডের জড়িতদের আটকের অভিযান চলছে।