তাজ হোটেল উড়িয়ে দেয়ার হুমকি

taj hotel

ভারতের মুম্বাইয়ে দুটি তাজ হোটেল আবারও বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। সোমবার গভীর রাতে হুমকি দিয়ে ফোন আসে।

কোলাবার তাজমহল প্রাসাদ এবং বান্দ্রার তাজ ল্যান্ডস অ্যান্ড নামে এ দুই হোটেলের ল্যান্ডলাইনে ফোন আসে।

মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ফোন কল পাকিস্তানের কোনোএক প্রান্ত থেকে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে দুই হোটেলেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফোনে হুমকি দেয়া হয়, ফের ২০০৮ সালের ২৬/১১-র ধাঁচে হামলা চালানো হবে হোটেলে। দুই হোটেলেই নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে।

ওই হুমকি ফোনের পরেই নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেন হোটেল কর্তৃপক্ষ। মুম্বাই পুলিশকেও খবর পাঠান হোটেল কর্তৃপক্ষ। তারপরই দুই হোটেলের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে নজরদারি বাড়িয়ে দেয়া হয়েছে।

২০০৮ সালের ২৬ নভেম্বর সমুদ্রপথে এসে একসঙ্গে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, লিওপোল্ড ক্যাফের মতো বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল লস্কর-ই- তৈয়েবার জঙ্গিরা। সেই সময় কোলাবার এ তাজ প্যালেস হোটেলেও হামলা হয়েছিল।

তিন দিন ধরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় কমান্ডো বাহিনীর ‘যুদ্ধে’ জঙ্গিমুক্ত হয়েছিল মুম্বাই। সোমবার রাতের ফোন কলের পর মুম্বাই পুলিশ এবং তাজ হোটেলের অনেকের মুখেই ফিরে এসেছে সেই ২৬/১১-র স্মৃতি।