সেপ্টেম্বরে হতে পারে টাইগারদের শ্রীলঙ্কা সফর

চলতি মাসেই তিনটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে গিয়েছে। এদিকে, সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও স্থগিত হয়ে গিয়েছে।

তাই সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাথে আমাদের কথা হচ্ছে, তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলের এতো টাইট শিডিউল ছিল যে, সিরিজগুলো অনুষ্ঠিত হলে খেলোয়াড়রা বিশ্রাম নেয়ার সময় পেতেন না। কিন্তু করোনা সব পরিস্থিতি পাল্টে দিয়েছে। প্রায় চার মাস ধরে ঘরে বসে সময় পার করছেন ক্রিকেটাররা।